প্রতিবন্ধীকে মুখে কামড়ানোর অভিযোগ নারীর বিরুদ্ধে

নাজিম উদ্দিন রানা: লক্ষ্মীপুরে জাহাঙ্গীর আলম (৪০) নামে মানষিক ও শারিরীক প্রতিবন্ধীর উপর হামলার ঘটনা ঘটেছে। তার গালে কামড় দিয়ে আহত করা হয়।

এ ঘটনায় বুধবার (৬ সেপ্টেম্বর) অভিযুক্ত ছয় নারীর বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দেওয়া হয়। এর আগে এদিন সকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আমির মোহাম্মদ পাটোয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী জাহাঙ্গীর ওই বাড়ির মৃত মো. আবুল খায়েরের ছেলে।

অভিযুক্তরা হলেন, একই বাড়ির ফরহাদ হোসেনের স্ত্রী মারজাহান আক্তার শিল্পী (৪০), তার মেয়ে রুপা আক্তার (২০) ও সাথী আক্তার (৩০), ছেলে মো. হোসেন (১৮), হিরুর স্ত্রী রাহিমা আক্তার (৩২) ও মৃত মোস্তফার স্ত্রী হাজেরা বেগম (৬৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী জাহাঙ্গীরের পরিবারের চলাচলের পথ নিয়ে অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযুক্ত নারীরা প্রতিবন্ধী পরিবারের সদস্যদেরকে হুমকি এবং বিভিন্ন সময়ে গালমন্দ করে আসছে । এর জের ধরে ঘটনার সময় অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে প্রতিবন্ধী পরিবারের লোকজনের উপর হামলা করে। অভিযুক্ত নারী মারজান আক্তার শিল্পী প্রতিবন্ধী জাহাঙ্গীরের মাকে উদ্দেশ্য করে মারধর করতে গেলে জাহাঙ্গীর বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরের গলা চেপে ধরে তার ডান গালে কামড় দেয়। অন্য অভিযুক্তরাও প্রতিবন্ধী পরিবারেরে সদস্যদের উপর হামলা ও তাদের লাঞ্ছিত করে। পরে প্রতিবন্ধী জাহাঙ্গীরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় লোকজন জানায়, অভিযুক্ত মারজান ও তার পরিবারের সদস্যরা এলাকার কাউকে মানে না। তারা প্রতিবন্ধী পরিবারের উপর বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছিল।

জাহাঙ্গীরের বড় ভাই আহছান উল্যা বলেন, আমি বাড়িতে থাকি না। অভিযুক্তরা বিভিন্ন সময়ে আমাদের পরিবারের লোকজনকে মানষিভাবে নির্যাতন ও হয়রানি করে। আজ আমার প্রতিবন্ধী ভাইকে শারিরীকভাবে আঘাত করেছে। আমি বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি এ ঘটনায় তাদের বিচার চাই।

এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিবন্ধী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *