জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী আইজিপি

সৈয়দ মশিউর রহমান হবিগঞ্জ।। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের প্রস্তুতি সম্পর্কে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “অতীতের সকল নির্বাচন এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোয় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সফলতা
দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে দায়িত্ব পালন এবং নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবলায় পুলিশের প্রত্যেকটি সদস্য প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন,বাংলাদেশ পুলিশ শতবছরের পুরোনো প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। দেশে এক সময় জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের ব্যাপক তৎপরতা ছিল। বর্তমান সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত
সক্ষমতা নিয়ে তা নির্মূল করা হয়।
এখন জঙ্গীরা মাথাছাড়া দিয়ে উঠতে চাইলেই আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের দমন করা হয় বলেও জানান পুলিশ প্রধান।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) শাহ মিজান শফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ সময় উপস্থিত ছিলেন প্রমুখ।
এর আগে আইজিপি আজমিরীগঞ্জ থানায় পৌঁছলে পুলিশ গার্ড অব অনার প্রদান করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *