গোপালগঞ্জে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রিপোর্টিং বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কচ্ছপ ও স্বাদু পানির কচ্ছপ এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য রিপোর্টিং বিষয়ে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“বাংলাদেশে বিপন্ন কচ্ছপ ও মিঠাপানির কাছিম চাহিদা হ্রাস” প্রকল্পের আওতায় বাংলাদেশ বন অধিদপ্তর ও ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।

আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম।

ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: জোবায়ের হোসাইন, ডাব্লিউসিএস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো: জাহাঙ্গীর আলম, কোঅর্ডিনেটর সামিউল মোহসেনিন বক্তব্য রাখেন। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডাব্লিউসিএস) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, মনোজ সাহা, বাদল সাহা, মাহবুব হোসেন সারমাত, আমিনুল হাসান শাহীন, সাবেত আহম্মেদসহ গোপালগঞ্জ, যশোর, মাদারিপুরসহ ৮ জেলার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন।

প্রশিক্ষক কর্মশালায় কচ্ছপ ও স্বাদু পানির কচ্ছপ এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধ বিষয়ে ও আইনগত পদক্ষেপ নিয়ে আলোচনা এবং সাংবাদিকের সংবাদ পরিবেশন নিয়ে আলোচনা করা হয়। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *