December 22, 2024, 6:12 am
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামীলীগ সভাপতির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার দুপুরে সাবেক প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়িতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন। এসময় আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবেন আমরা তারেই পক্ষে কাজ করব। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এই সুন্দরগঞ্জ উপজেলাকে দেশের শ্রেষ্ঠ উপজেলায় পরিনত করব। পাশাপাশি তিনি সরকারের মেগা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নের কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, আওয়ামীলীগ নেতা মজনু হিরো, ছাত্রলীগ নেতা রতন প্রমূখ।