নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোসাঃ শওকত আরা খাতুন, সোমবার ভোর ০৪:৫৫ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভুগছিলেন। তিনি মরহুম ইয়াসিন আলী ওভারশিয়ারের মেয়ে, ভাটপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোহাইমেনুল ইসলামের স্ত্রী। তিনি মৃত্যুকালে মা, স্বামী, ১ ছেলে, তিন মেয়ে ২ জামাইসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা আজ সোমাবার দুপুর ০২:০০ টায় মহিশালবাড়ী গোরস্থানে অনুষ্ঠিত হবে। তিনি মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি মহিশালবাড়ী সরকারি প্রাথিমক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে চাকুরী করেন। তার অকাল মৃত্যুতে শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, আত্নীয়স্বজন, এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।
Leave a Reply