December 30, 2024, 5:28 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
ফিতা কেটে নোয়াখালীর সেনবাগে ৪ নং কাদরা ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালী -২ আসনের মাননীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম। ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার চাঁদপুর গ্রামে অবস্থিত উক্ত কার্যালয়টির শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন,উপজেলা আওয়ামীলীগ নেতা, সেনবাগ কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস,এজে আর কুরিয়ার সার্ভিসের কর্ণধার শামছুদ্দিন আহমেদ রিয়াদ,টেক্সওয়ান বিডি’র কর্ণধার ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব খালেদ মোশাররফ জুয়েল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী, কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।