December 21, 2024, 5:23 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা পরিদর্শন করেন জেলা পুলিশের সম্মানিত জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মহোদয়কে স্বাগত জানান সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ ইমরুল কায়েস, বি-সার্কেল, লালমনিরহাট, এরপর কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সার্ভিস ডেলিভারি সেন্টার, থানা ব্যারাক সরেজমিনে পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করেন। এছাড়াও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ, উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান এবং থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা, মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধি করাসহ সমসাময়িক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
হাসমত উল্লাহ ।