August 28, 2025, 3:06 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
মোরেলগঞ্জে ডরপ ইভলভ প্রকল্পের স-মাপ্তি ও টেকস-ইকরণে প-রামর্শ ক-র্মশালা তারাগঞ্জে ভূ-ল চিকিৎসায় গরুর মৃ-ত্যু- বি-চার চায় খা-মারী চট্টগ্রামএ আঞ্চলিক টি ২০ টুর্নামেন্ট উ-দ্বোধনী ম্যাচে ফরটিস কুমিল্লা জে-লা দলের জয় স্কুল শিক্ষকের ওপর হা-মলার প্র-তিবাদে রাঙ্গাবালীতে সব স্কুল-কলেজের ক্লাস ব-র্জন করে মা-নববন্ধন যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটো-রিকশার স্টি-য়ারিং হাতে শি-শুদের পঞ্চগড়ে বাড়ির পাশে যুব-কের মর-দেহ উ-দ্ধার ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধা অ-ন্বেষণ ও অব-কাঠামো উন্নয়নে মতবিনিময় সভা চারঘাটে হুইল চেয়ার ও এককালীন অ-নুদান বি-তরণ আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতা-য়েন প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তি পানছড়িতে আ-ত্মসামাজিক উন্নয়নে সহা-য়তায় প্রদান করলো ৩ বিজিবি
সিলেট বন্যা কবলিত পরিবারের মাঝে আমার গৌরব ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেট বন্যা কবলিত পরিবারের মাঝে আমার গৌরব ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ

কে এম শহীদুল ইসলাম:
আকস্মিক বন্যায় কবলিত হয়েপরে সিলেট ও সুনামগঞ্জ জেলার লাখো লাখো মানুষেরা। বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ সিলেটসহ সুনামগঞ্জ জেলার লাখো লাখো পরিবার। দিশেহারা হয়ে মানবেতরজীবন যাপন যেন এ জেলার মানুষের এখন নিত্য দিনের সঙ্গি হয়ে দাড়িয়েছে। বন্যার্তদের আহাজারিতে আকাশ বাতাস যেন কাল মেঘের ছায়ায় অন্ধকার করে রেখেছে এ জেলার লাখো মানুষের জীবন। দিশেহারা নিষ্ঠুরতা বোবা কান্না জীবন্ত লাশ হয়ে পরিবার নিয়ে জীবন যুদ্ধে আজ প্রতিটি মানুষ বেচেঁ থাকার জন্য আকুতি করছে। হঠাৎ করে পাহাড়ি ঢলে ও বিষ্টির পানির ¯্রােতে ভাসিয়ে নিয়ে গেছে অনেকের বাড়িঘর। করোনা যুদ্ধে সরকার এদেশের মানুষের জন্য দিন রাত পরিশ্রম করে করোনা মহামারি শেষ হতে না হতেই তিন তিনবার এ জেলার মানুষেরা বন্যা কবলিত হয়ে পড়েছেন। সুনামগঞ্জবাসী হারিয়েছেন তাদের সোঁনালী ফসল।আর যাদের ঘরে কিছুটা ফসল উঠেছিল সে গুলোও ভাসিয়ে নিয়ে গেল কাল রাত্রির এক ভয়ানক পানির ¯্রােতে। কয়েক ঘন্টার ব্যবধানে পানিতে তলিয়ে গেল সারা জেলার মানুষের বসতবাড়ি । রাতের অন্ধকারে বাচ্চাদের নিয়ে এদিক ঐদিক একটু আশ্রয়ের সন্ধানে দিশেহারা হয়ে জীবন যুদ্ধে প্রতিটি মানুষ যুদ্ধ করেছেন। বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের পাশে শুরু থেকে কাজ করে যাচ্ছেন। তারই পাশাপাশি সারা দেশের মানুষেরা সাহায্য নিয়ে ছুটে আসছেন যে যার মতো করে সিলেট ও সুনামগঞ্জ। তারই অংশ হিসেবে আমার গৌরব ফান্ডেশনের চেয়ারম্যান আফরোজা তালুকদারসহ ঢাকা থেকে ছুটে আসেন আমার গৌরব ফাউন্ডেশনের সদস্যরা। প্রথমে ত্রাণ বিতরণ করার জন্য সিলেট বন্যা কবলিত মানুষের পাশে এসে দাড়ান তারা। ৬ই জুলাই বুধবার দিনব্যাপী তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বন্যা কবলিত ৫শতাধিক ভানবাসি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আমার গৌরব ফাউন্ডেশনের সহ সভাপতি মো: রাকিবুল ইসলামসহ সিলেট জেলা ও মৌলভী বাজার জেলা কমিটির নেতৃবৃন্দরা। ত্রাণ বিতরণ কালে আফরোজা তালুকদার বলেন যতদিন এজেলার মানুষদের দূর্ভোগ শেষ না হবে সরকারের পাশিাপাশি আমার গৌরব ফাউন্ডেশন সাধ্যমত বন্যার্তদের পাশে থেকে সহযোগিতা করে যাবে এবং আমাদের কার্যক্রম চলমান থাকবে।###

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD