December 21, 2024, 4:00 pm
মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে ১২০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৪ টায় পটিয়া উপজেলার ঊনাইনপুরা লঙ্কারাম বিহারের মিলনায়তনে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
বৌদ্ধ সম্প্রদায়ের নেতা মিলন্দু রাজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব। প্রধান বক্তা ছিলেন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ইউসুফ খাঁন, ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, ঊনাইনপুরা সুহৃদ সম্মিলনির সভাপতি নয়ন বড়ুয়া।
আলোচনা সভা শেষে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ১২০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।