এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের মোঃ রফিক হাওলাদের ছেলে মোঃ বেল্লাল হোসেন(২০) ও ভিকটিমকে ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৩ টায় ঢাকার ডেমরা এলাকা থেকে উদ্ধার করে বানারীপাড়া থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির কৌশলের মাধ্যমে বানারীপাড়া থানার এসআই চন্দন কুমার রায় ভিকটিম সহ অপহরণকারীকে উদ্ধার করেন। এব্যাপারে বেল্লালকে একই দিনই দুপুরে বরিশাল আদালতে পাঠানো হয়। ভিকটিমকে ওসিসি পরীক্ষার জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে হয়।
মোঃ বেল্লাল হোসেন ৩০ জুন বিকেলে ৪.৩০ উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যলয়ের ছাত্রী অপহরণ হয়েছিল। এই অপহরণ মামলায় আরো ৫ জন আসামী রয়েছে। তাদের গ্রেফতারর জন্য কাজ চলছে বলে ওসি এসএম মাসুদ চৌধুরী জানান।#
Leave a Reply