December 21, 2024, 2:27 pm
ঘাটাইল প্রতিনিধি :
বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন শীর্ষক উপজেলা কর্মশালা “রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা পরিষদের মিলনায়তনে (৩১ আগস্ট) (বৃহস্পতিবার ) বেলা ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুল রহমান,সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ,কৃষি অফিসার দিলশাদ জাহান,ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ শামসুজ্জামন, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টগ্রেশন মোঃ আব্দুর রাজ্জাক,সেক্টর স্পেশালিষ্ট সাইকোসোশ্যাল কাউন্সিলর ইফফাত আরা রাখী প্রমূখ।
ঘাটাইলে বিদেশ ফেরতদের বিভিন্ন সচেতনতা, চিকিৎসা, পরামর্শসহ বিভিন্ন সেবা দিয়ে আসছেন। এবং আর্থিক সহযোগিতা প্রদান করে বিদেশ ফেরতদের বিভিন্ন কর্মসংস্থানের সুযোগে বিশেষ ভুমিকা রাখছেন।