পাইকগাছা পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান শুরু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মেয়র সেলিম জাহাঙ্গীরের সার্বিক দিকনির্দেশনায় বুধবার দুপুরে পৌরসভা, উপজেলা পরিষদ ও থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু’র সভাপতিত্বে মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, এসএম ইমদাদুল হক, রবি শংকর মন্ডল, আসমা আহম্মেদ, কবিতা দাশ, আব্দুল গফফার মোড়ল, ইমরান সরদার, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী শেখ লিটু, ইমদাদুল হক, উত্তম ঘোষ, মৃণাল সানা, কবিতা রানী, হেমেন্দ্রনাথ গাইন, তন্ময় মন্ডল, শাহীনুর রহমান, ইব্রাহীম সানা ও হযরত আলী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *