December 26, 2024, 8:05 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী তে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল গত১৫ আগষ্ট, কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সফলতা, বাংলাদেশের স্বাধীনতা অর্জন, মুক্তি যুদ্ধ, বঙ্গবন্ধুর শাহাদত বরনের উপর ব্যাপক আলোকপাত করে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম,পি, বিশেষ অতিথি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম গোলাম রসুল, তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম আহমেদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃদেবব্রত কুমার রায়, প্রমুখ। আলোচনার পূর্বে প্রতিবন্ধী ও সেচ্ছাসেবী সংগঠনে অনুদানের চেক বিতরণ করেন। সভায় বিভিন্ন পর্যায়ের বহু সংখ্যক জনগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।
হাসমত উল্লাহ
লালমনিরহাট।