December 21, 2024, 3:13 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
খ্রিস্টধর্মাবলম্বীদে বড় দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্য “ধানের গোলা” মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃ-ত্যু কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘ-র্ষে নিহ-ত ৩ ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৪ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে বিএনপি নেতা কাজী খায়রুজজামান শিপনের মতবিনিময় বাবুগঞ্জে ন্যায়ের পথে সংগঠনের পক্ষ থেকে বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালিত বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফুটবে: হাসান জাফির তুহিন
ঝিনাইদহ প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলনে অভিযোগ ইন্টারপোলের এক আসামী ষড়যন্ত্রে মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার

ঝিনাইদহ প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলনে অভিযোগ ইন্টারপোলের এক আসামী ষড়যন্ত্রে মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে দুইটি পত্রিকায় মানহানীকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার বিকালে জরুরী সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামীলীগের অঙ্গসংগঠন সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগ যৌথ ভাবে ঝিনাইদহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগেরঝিনাইদহ জেলা সভাপতি নেতা মোঃ আক্কাস আলী। এ সময় জেলা আওয়ামীলীগ নেতা কাজী কামাল আহম্মেদ বাবু, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, মঞ্জুর পারভেজ তুষার, সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার রাসেল, সম্পাদক রানা হামিদ ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রন্তিকর হিসেবে দাবী করে লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতের এজেন্টরা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এই কল্পনাপ্রসু সংবাদ পরিবেশন করেছে। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় শ্রমিক লীগ নেতা আক্কাস আলী অভিযোগ করেন, ইন্টারপোলের আসামী কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনার জনপ্রিয়তায় ইশ^ার্নিত হয়ে মিন্টুর বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশে সহায়তা করেছেন। তিনি বলেন, কালীগঞ্জের নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আনারের শোষন ও নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে সাইদুল করিম মিন্টু কালীগঞ্জে প্রতিনিয়ত সেখানে সভা সমাবেশ করছেন। তার সেই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। সাইদুল করীম মিন্টুর এই জনপ্রিয়তায় এমপি আনারের ক্ষমতা ও বিভিষিকার সম্রাজ্যে ফাটল ধরেছে। সে কারণে এমপি আনারের চক্রান্তে ঢাকার দুইটি পত্রিকা এক নারীর সঙ্গে মিন্টুর এডিট করা ছবি প্রকাশ করেছে। এটা একটা ঘৃন্য ষঢ়যন্ত্র। জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ অভিযোগ করেন, সোমবার প্রথম এমপি আনোয়ারুল আজিম আনারের পিএস আব্দুর রউফ নিজের ফেসবুকে পোস্ট করেন। এরপর তিনি বিভিন্ন লোকের ম্যাসেঞ্জারে পাঠিয়ে পত্রিকায় প্রকাশিত নিউজ ফিড প্রচার করতে বাধ্য করেন। এমপি আনারের পিএস এক সময় বিএনপি করতো এবং বিএনপির এমপির পিএস ছিল। জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান এই মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তারা বলেন, সাইদুল করিম মিন্টুকে কালীগঞ্জের মানুষ ভালোবাসেন। এমন মিথ্যা ডিজিটাল খবর প্রকাশ করে মিন্টু ও তার সমর্থকদের দমানো যাবে না। উল্লেখ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশ বাংলা পত্রিকায় সোমবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে এক নারীর অন্তরঙ্গ ছবি দিয়ে “ঝিনাইদহের আতংক মিন্টু” এবং ঢাকা প্রতিদিন পত্রিকায় “ঝিনাইদহে অজ্ঞাত ক্ষমতায় বেজায় দাপুটে মিন্টু” শিরোনামে পৃথক দুইটি সংবাদ প্রকাশ করে। সোমবার বেলা ১১টার দিয়ে পত্রিকায় কাটিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ দন্ডাদেশ প্রদাণ করেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম গরু ক্রয়ের জন্য একটি এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করেন। সেই টাকা তার স্বামী চাইলে সে দিতে অস্বীকার করেন। বাক-বিতন্ডার এক পর্যায়ে মনছুর আলী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে পিতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

ঝিনাইদহ
আতিকুর রহমান।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD