গোপালগঞ্জে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশের উদ্যোগে ইন্টারনিউজের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম। কর্মশালাটি পরিচালনা করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।

এসময় সাংবাদিক প্রসূন মন্ডল, বাদল সাহা, মনোজ সাহা, একরামুল কবীর বক্তব্য রাখেন। এ কর্মশালায় জেলায় কর্মরতঃ টেলিভিশন ও দৈনিক পত্রিকায় কর্মরত ১০জন সংবাদকর্মী অংশ নেন।

কর্মশালায় ফ্যাক্ট চেকিং বিষয়ে সংবাদকর্মীদের প্রয়োজনীয়তাসহ কিভাবে এবং কেন ফ্যাক্ট চেকিং করতে হয় সে বিষয়ে নলেজ শেয়ারিং করা হয়। এ ধরনের কর্মশালা আরো বেশী করে প্রয়োজন রয়েছে বলে মনে করেন অংশগ্রহনকারী সংবাদকর্মীরা। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *