নলছিটিতে চলমান এইচএসসি পরীক্ষায় নকলের ছড়াছড়ি

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় নলছিটি উপজেলার মোল্লারহাটের জেড এ ভূট্টো ডিগ্রি কলেজে নকলের ছড়াছড়ির খবর পাওয়া গেছে।

এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক জানান, এখানে নকলের ছড়াছড়ি যাচ্ছে আমাদের সন্তানরা লেখাপড়া করে হলে এসেছে আবার কেউ অনৈতিক সুবিধা নিতে এখানে এসেছে। আমরা নকলমুক্ত পরীক্ষাকেন্দ্র চাই।

পরীক্ষা শুরুর প্রথম দিন ও দ্বিতীয় দিন অসদুপায় অবলম্বন করায় ২জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ২২ আগষ্ট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সমাপ্তি রায় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

এ ব্যাপারে কেন্দ্র সচিবের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *