বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। অভিযানে টের পেয়ে পালিয়ে যাওয়া অপর মাদক ব্যবসায়িসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ মাজহারুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে জানান, ২১আগষ্ট সোমবার রাতে মাদকদ্রব্য কেনা বেচার গোপন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সাড়ে নয়টার দিকে এসআই আলী হোসেন এর নেতৃত্বে থানার একদন পুলিশ অফিসার উপজেলার সরবাড়ি গ্রামের চিন্ময় বাড়ৈর বাড়ির উঠানে অভিযান চালায়।অভিযানে বাড়ির মালিক মৃত চিত্ত রঞ্জন বাড়ৈর ছেলে চিন্ময় বাড়ৈ (২৭) এবং একই এলাকার যতীশ রায়ের ছেলে শংকর বাড়ৈকে (৩০) ৫৫ পিচ ইয়াবা এবং ৩শ গ্রাম গাঁজাসহ আটক করে। পুলিশী অভিযান টের পেয়ে তাদের সহযোগী অপর মাদক ব্যবসায়ি গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের মো. মনির (৪০) পালিয়ে যায়। এ ঘটনায় আটক দুই মাদক ব্যবসায়ি এবং পালিয়ে যাওয়া অপর ব্যবসায়িসহ তিন জনের বিরুদ্ধে এসআই আলী হোসেন বাদী হয়ে মঙ্গলবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি চিন্ময় বাড়ৈ ও শঙকর বাড়ৈকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply