December 21, 2024, 4:58 pm
বি এম মনির হোসেনঃ-
জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতার ৪৮তম সাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মঙ্গলবার সকাল দশটায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
দুপুরে আলোচনাসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ওই বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল হালিম। পরে আগত অতিথিদের খাবার পরিবেশণ করা হয়। বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইকএ সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডলসহ উপজেলা ও স্থাীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাকালসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।