বানারীপাড়ায় পরকিয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা।। স্বামী গ্রেফতার

এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।।

পরকিয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামী আব্দুল সালাম (৪২)কে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।
স্থানীয়দের ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গাভা গ্রামের আব্দুল সালাম পিতার নাম মৃত আব্দুল আজিজ হাওলাদার। তাদের বাড়ীতে ২১ আগষ্ট সোমবার বিকেলে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী কারিমা বেগম (২৬) কে প্রথমে বিদেশী টর্চ লাইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে গুরতর আহত কারিমাকে পাশ্ববর্তী খালে চুবিয়ে নৃশংস ভাবে হত্যা করে স্বামী আবদুল সালাম । নিহত কারিমা বেগমের পিতার নাম মোঃ কালাম হাওলাদার। বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামে।

এ ব্যপারে বানারীপাড়া থানার ইন্সপেক্টর তদন্ত মুমিন উদ্দিন জানান, খবর পেয়ে বিকেল সোয়া ৪ টার সময় গাভা গ্রাম থেকে স্বামী আব্দুল সালামকে আটক করা হয়। পরে কারিমা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। থানা হাজতে থাকা আব্দুল সালাম স্ত্রীকে হত্যা করেছেন কিনা জানতে চাইলে সে বলেন, হ্যা আমিই হত্যা করেছি। তিনি আরো জানান, স্ত্রী কারিমার পরকিয়া রয়েছে।
এ ব্যপারে ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, মঙ্গলবার কারিমার মামা হেমায়েত উদ্দিন স্বামী আব্দুল সালামকে আসামী করে একটি হত্যা মামালা দায়ের করেছন। আটককৃতকে কোর্টে পাঠানো হয়। নিহত কারিমার লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *