“কুড়িগ্রামে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত”

।।জি এম রাঙ্গা।।

২১ আগস্ট সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নাধীন মধ্য কুমরপুর এম এল হাইস্কুলের হল রুমে কুমরপুর গ্রামের ১০ দিন মেয়াদি অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরের উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ সাইদুর রহমান ও মধ্য কুমরপুর এম এল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপত্বি করেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। উক্ত গ্রামের ৩২ জন পুুরুষ ও ৩২ জন নারীকে নিয়ে প্রশিক্ষণটি ২০ আগস্ট শুরু হয়েছিল। একই সঙ্গে কুড়িগ্রামের অন্যান্য উপজেলাতেও উক্ত প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

আপনার একান্ত

গোলাম মোস্তফা (রাঙ্গা)
হিসাবরক্ষক
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুড়িগ্রাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *