মাইসছড়িতে পাহাড়ী তরুনী ধর্ষণের চেষ্টায় ছাত্রদল নেতা শ্রীঘরে

(রিপন ওঝা,মহালছড়ি)

মহালছড়ি উপজেলার মাইসছড়িতে পাহাড়ী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানা পুলিশ ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সোহেল মিয়া(৩৩)কে গ্রেপ্তার করেছে।

এজাহার তথ্য অনুযায়ী, মাইসছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিপি পাড়ার এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মারমা মেয়েকে গতকাল ২০আগস্ট রবিবার ১০.০০ঘটিকার দিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। রাত ৮.০০ঘটিকায় বাদী পক্ষের মা ও ভুক্তভোগী নিজে থানায় এসে অপরাধী মোঃ সোহেল মিয়া(৩৩) নামে মামলা করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায় যে, মামলায় অভিযুক্ত অপরাধী মাইসছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার। মোঃ সোহেল মিয়া(৩৩) মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি পদে রয়েছেন।

এ বিষয়ে আজ ২১ আগস্ট সোমবার মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খানের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আরাফাত বিন ইউসুফ, এএসআই(নিঃ) লিটন কান্তি দেবনাথ, এএসআই(নিঃ) মোঃ শাহীন আলম ফোর্সসহ অভিযান পরিচালায় অপরাধী কে ধরা হয়। মামলা নং-০৩, নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধন) ২০০৩ এর ৯(৪) খ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *