২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের মোমবাতি মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে গোপালগঞ্জে প্রজ্জ্বলিত মোমবাতির মিছিল করেছে স্বেচ্ছাসেক লীগের নেতাকর্মীরা।

আজ সোমবার (২১ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকো ও সাধারন সম্পাদক জোবায়ের ইসলাম ঝন্টুর নেতৃত্বে একটি প্রজ্জ্বলিত মোমবাতির মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ রাশেদ আহম্মেদ রিকোর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক জোবোয়ের ইসলাম ঝন্টু, পৌর শাখার সাধারন সম্পাদক মানিব সিকদার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির হামজা, সাবেক ছাত্র নেতা মো: ওমর ফারুক খান, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূর ইসলাম গাজী বক্তব্য রাখেন। এর আগে স্থানীয় নেতাকর্মীরা পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ে যায়।

পথ সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালিন বিরোধীদলের নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেছিল। তখন আইভী রহমানসহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী হতাহত হন। এই জঘন্যতম গ্রেনেড হামলার মুলহোতা তারেক জিয়াসহ অন্যদের রায় কার্যকর করার দাবী জানান। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *