বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: শনিবার ২০ জুলাই বিকেল ৪ টায় উপজেলা মিলনায়তনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উদ্যোগ, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল  এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোঃ শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  মোঃ শাহ আলম সরদার,  প্রকল্প পরিচালক (উপ-পরিচালক) ড. নুরুল আমিন। বীরত্বগাঁথা শোনান বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,  জগন্নাথ, এমএ ছামাদ এবং মোঃ হাবিবুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়দের পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি মোঃ শাহে আলম। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, সহকারী কমিশনার সানজিদা রিক্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, তথ্য ও গবেষণা সম্পাদক  সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা শিক্ষ প্রতিষ্ঠান প্রধানগন।#
বানারীপাড়ায় নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর অনুষ্ঠান

Leave a Reply