December 21, 2024, 2:07 pm
এস মিজিনুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: রবিবার ২১ আগস্ট সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ সহযোগীও ভ্রাতৃ প্রতীম সংগঠনের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনিসুর রহমান, প্রধান আলোচক সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সম্মানিত অতিথি স্থানীয় এমপি মোঃ শাহে আলম, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খান, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা প্রমূখ। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত করা হয়।#