March 13, 2025, 8:24 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
অধ্যাপক আরেফিন সিদ্দিক মারা গেছেন সেনাপ্রধানের সাথে চীনের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ধ-র্ষণে শিকার আছিয়ার মৃ-ত্যুতে বানেশ্বরে মশাল মিছিল; আধা ঘন্টা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ আছিয়ার মৃত্যুতে বানেশ্বরে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত মাইক্রোবাস ও পিকাপের মুখোমুখি সংঘর্ষ; অল্পের জন্য রক্ষা পেলেন পুঠিয়া বিএনপির আহ্বায়ক মুন্সীগঞ্জে ইসি কর্মকর্তাদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন মুন্সীগঞ্জে ইসলমী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন টঙ্গীবাড়ীতে নিসচা উপজেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে শ্রীনগরে পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে বাবার পর মায়ের মামলা মুক্তাগাছায় শিক্ষকের যৌ-ন হয়রানির শিকার কলেজ শিক্ষার্থী! ইউএনও’র দারস্থ হয়েও পাননি বিচার
দুধকুমার নদীতে বালু উত্তোলনের দায়ে আইনগত পদক্ষেপ

দুধকুমার নদীতে বালু উত্তোলনের দায়ে আইনগত পদক্ষেপ

এম এস সাগর,

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের ধারিয়ারপাড় গ্রামে দুধকুমার নদী থেকে দুটি স্থানে ২টি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনসহ বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ড্রেজার মেশিন মালিক অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক ড্রেজার মেশিন ভাংচুর করেন নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক আহমেদ।

সম্প্রতি, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের টাপুর চর গ্রামের আব্দুল জলিলের ছেলে ড্রেজার মেশিন মালিক কেরাম আলী ধারিয়ারপাড় (ভিতরবন্দ) সংলগ্ন দুধকুমার নদী থেকে ২মাস থেকে এবং কচাকাটা ইউনিয়নের ঈন্দ্রগড় (কাইয়েরচর) এলাকার সাবেক মেম্বার গাজিউর রহমান গাজি পশ্চিম ধারিয়ারপাড সংলগ্ন দুধকুমার নদী থেকে গত ১০দিন থেকে সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছেন। এসব বালু ধারিয়ারপাড়ে জমা করে সারা বছর বিক্রি করে থাকেন তারা। দীর্ঘদিন থেকে বালু উত্তোলনে ভাঙছে দুধকুমার নদীর পারের বসতবাড়ী ও আবাদী জমি। ক্ষতিগ্রস্থ হচ্ছে নদী তীরে অবস্থিত জমির মালিকরা।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০আইন অমান্য করার অপরাধে দুধকুমার নদী থেকে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন মালিক কেরাম আলী এবং সাবেক মেম্বার গাজিউর রহমান গাজির দুই স্থানে দুটি সিক্স সিলিন্ডার ড্রেজার মেশিন মালিক অনুপস্থিত থাকার কারণে ভ্রাম্যমান আদালত বিধি মোতাবেক ড্রেজার মেশিন ভাংচুর করেন নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি)।

নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক আহমেদ বলেন, কেরাম আলী ও গাজিউর রহমান গাজি অবৈধভাবে দুধকুমার নদী থেকে বালু আসছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন বলেন, একনেক প্রকল্পের বরাদ্দে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়নে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে দুধকুমার নদী ভাঙন রোধসহ নদী শাসনের কাজ শতভাগ চলমান রয়েছে। দুধকুমার নদের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি গতকাল জেলা প্রশাসন কে অবগত করা হয়েছে। সংবাদ প্রচার ও আমাদের অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার ড্রেজার মেশিন দুটি বন্ধ করে দেয়া হয়েছে। নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে আমরা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা নিবো। এ বিষয়ে আজ জেলা প্রশাসনের এক বৈঠকে আলোচনা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, পত্রিকা ও অনলাইনে সংবাদ দেখে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD