January 15, 2025, 7:24 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়ারি কে গ্রেফতার করেছেন।
শনিবার দিবাগত-রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের সার্বিক দিক-নির্দেশনায় থানা অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ও তদন্ত ওসি মোঃ সিদ্দিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও জুয়া বিরোধী রাত্রীকালিন অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাদুল্যাপুরের জালে জুয়া খেলা অবস্থায় জুয়ারি রেজাউল ইসলাম(৩৫) পিতা-মোঃ রমজান আলী, গ্রাম-হিংগারপাড়া, শহিদুল ইসলাম(৪৩), পিতা-মৃত নিজাম উদ্দিন, গ্রাম- হাসানপাড়া, খাদেমুল মিয়া(৩২), পিতা-মৃত খলিলুর রহমান, মাতা-খাদিজা বেগম, গ্রাম- গোবিন্দপুর, আবদুর রাজ্জাক প্রামাণিক(৪৬) পিতা-মোঃ মমতাজ প্রামাণিক, গ্রাম- গোবিন্দপুর, শহিদুল ইসলাম(৪২), পিতা-মোঃ তালেব উদ্দিন সরকার, গ্রাম- তিলকপাড়া (পীরেরহাট), রাজু মিয়া(৪২), পিতা-মোঃ আজগর আলী, গ্রাম- খামারপাড়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৪০পিস ইয়াবা ট্যাবলেট,মটর সাইকেলসহ আটক করা হয়।
এব্যাপারে তদন্ত ওসি মোঃ সিদ্দিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।