January 15, 2025, 8:11 am
বি এম মনির হোসেনঃ-
স্বাস্থ্যই সকল সুখের মূল।
জেলা পুলিশ সদস্যদের ফিটনেস বৃদ্ধি এবং পেশাগত দায়িত্বে আরো দক্ষতা অর্জনের লক্ষ্যে অদ্য ২০/০৮/২০২৩ খ্রি. তারিখে সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ লাইন্সে বরিশাল জেলা পুলিশ কর্তৃক স্থাপিত ফিটনেস সেন্টার এর শুভ উদ্বোধন করেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুলাদী সার্কেল মোঃ মতিউর রহমান, ইমাম, বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদ ও ব্যায়ামাগারের প্রশিক্ষকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মঙ্গল কামনা করে এক দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।