January 15, 2025, 9:15 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে- ইউএনও রাশেদুজ্জামান ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফো-রণে দুইজন তানোরে জামায়াতের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন নজির হোসেন ফাউন্ডেশন নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ নলছিটিতে জিয়া সাইবার ফোর্সের উপজেলা ও পৌর কমিটি গঠন থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এসবিএম ইট ভাটাকে জরিমানা সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত
ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দুই বছরে ৯’শ চুরি হওয়া ফোন উদ্ধার

ঝিনাইদহ পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দুই বছরে ৯’শ চুরি হওয়া ফোন উদ্ধার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
হারুন অর রশিদ ইটালী প্রবাসি যুবক। দেশত্যাগের আগে তার ভিভো কোম্পানীর দামী মোবাইলটি নিজের রুম থেকে চুরি হয়। এ নিয়ে হারুন জিডি করেন ঝিনাইদহ সদর থানায়। জিডির কপি পাঠানো ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। শুরু হয় চুরি হওয়া মোবাইল উদ্ধারের পালা। তথ্য প্রযুক্তি খাটিয়ে এক মাস পর চুরি হওয়া মোবাইলটি উদ্ধার করা হয় ঢাকার সাভার এলাকা থেকে। হারুনের মতো শত শত যুবক ও নারীর চুরি হওয়া মোবাইল উদ্ধার করে নজীর সুষ্টি করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পুলিশের এই বিভাগটি গঠনের পর ঝিনাইদহ থেকে চুরি হওয়া ৯’শ মোবাইল ফোন উদ্ধার করেছে। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ওসি শরিফুল ইসলাম জানান, অনলাইন যুগে সর্বত্রই সাইবার সন্ত্রাসীরা হানা দিচ্ছে সাইবার প্লাটফর্ম ব্যবহার করে। কখনো কখনো এই সাইবার সন্ত্রাসীরা সমাজ ও দেশ বিরোধী কর্মকান্ডে নিজেদেরকে বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। আবার অনেক সময় কেউ বুঝে না বুঝে করে ফেলছেন সাইবার অপরাধ। তিনি বলেন, কেউ ব্যাংক একাউন্ট হ্যাক করছে। আবার বিকাশ, নগদ ও রকেট প্রতারণার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি, ফেসবুক, ই-মেইল, হ্যাকিং অথবা তথ্যচুরির মতো ডিজিটাল প্লাটফর্মে হাজারো অপরাধ সংঘটিত হচ্ছে। ডিজিটাল অপরাধের হাত থেকে মানুষকে নিরাপদ ও তথ্যগত সহায়তার জন্য ঝিনাইদহ জেলায় পুলিশের “সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল” গঠন করা হয়। তথ্য নিয়ে জানা গেছে, শুধু চোরাই মোবাইল উদ্ধারই নয়, চাঞ্চল্যকর অনেক ক্লুলেস হত্যার রহস্য উদঘাটনে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দক্ষতার পরিচয় দিয়েছে। এই টিমে এসআই খালিদ হাসান, এসআই রবিউল ইসলাম ও এএসআই ইখলাছুর রহমান পুরা জেলাকে সাইবার সহযোগিতা দিয়ে আসছেন। এএসআই ইখলাছুর রহমান বিষয়টি নিয়ে জানান, ঝিনাইদহ জেলা পুলিশে গত ২০২২ সালের অক্টোবর মাসে যুক্ত হয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। জেলা ৬ থানা থেকে প্রতি মাসে প্রায় ৫০/৬০টি মোবাইল চুরির জিডি নিয়ে আমাদের কাজ করতে হয়। তিনি বলেন এক বছর ৮ মাসে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারানো ৯’শ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফেরৎ দিয়েছেন। ঝিনাইদহ উপ-শহর পাড়ার বাসিন্দা আনোয়ার পাশা বিদ্যুৎ জানান, গত ঈদুল ফিতরে তার একটি মোবাইল ফোন ঘর থেকে চুরি হয়। মোবাইল চুরির এক মাসের মধ্যে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুরি হওয়া সেটটি উদ্ধার করে করে দেয়।

ঝিনাইদহ
আতিকুর রহমান

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD