January 15, 2025, 5:24 am
নিজস্ব প্রতিবরদক, :নাটোরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। গত বুধবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে এই রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রানীনগর গ্রামের লোকমান আলীর ছেলে, মহিশালবাড়ী পুরাতন জামে মসজিদের ইমাম কাউসারুজ্জামের ভাই জাকির হোসেন।
জজকোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২২ সালের ২২ মে বনপাড়া বাইপাসে যাত্রীবাহী বাস থেকে ৩শ ১০ গ্রাম হেরোইনসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা ঘটনার পর থেকেই কারাগারে রয়েছেন। মামলার স্বাক্ষ্য গ্রহণ ও প্রমাণ শেষে বুধবার জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।
এলাকাবাসী জানান, জাকির হোসেন, নাটোরে মাদক নিয়ে গ্রেফতার হওয়ার আগের দিন পর্যন্ত গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী আলিপুর জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন, তিনি ছুটি নিয়ে মাঝে মধ্যে ভারত, ঢাকা, কুমিল্লা, সিলেট, পাবনা যেতেন। ওই পরিবারটি চর থেকে এসে পৌর এলাকার আস্তনা গেড়ে ভাল মানুষের আড়ালে মাদক চোরাকারবারীর সাথে জড়িত ছিল। তারা মাদক ব্যবসা তরে শূন্য থেকে কোটিপতি, আঙ্গুল ফুলে কলা গাছ তার পর বটবৃক্ষ হয়েছে।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।