বানারীপাড়ায় শেরে বাংলার দৌহিত্র রাজু’র ব্যানার ছিড়েছে প্রতিপক্ষের কর্মীরা

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু’র ব্যানার ছিড়েছে প্রতিপক্ষের কর্মীরা। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার শহীদ পরিবারের সদস্যের ছবিসহ শ্রদ্ধাঞ্জলির ব্যানার বড় সাইজের
বানারীপাড়া ও উজিরপুরে ৯০টি লাগানো হয়। সেই ব্যানার গুলো রাজনৈতিক প্রতিপক্ষের কর্মীরা ছিড়েছে, ভেঙ্গেছে এমনকি কেটেছে।
এ ব্যাপরে শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু’র পক্ষে অভিযোগ করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ লোকমান আহম্মেদ।
শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু জানান, একটি মহলের নোংরা রাজনৈতিক, প্রতিহিংসা মুলুক কার্যাক্রম এবং একটি অপশক্তি চক্র এহেন কার্যক্রমের প্রতিবাদ করছেন। তিনি আরো জানান এদের বিরুদ্ধে মামলা করবো। এব্যপারে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিয়েছেন। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুল আলম চৌধূরী জানান, এখন পর্যন্ত আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেব।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *