গোদাগাড়ীতে সিসিবিভিও’র আয়োজনে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী রক্ষাগোলা সদস্যবৃন্দের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আজ ১৯ আগষ্ট, ২০২৩ তারিখ রোজ শনিবার

সিসিবিভিওর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায়‘ রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’- এর আওতায় গ্রাজুয়েশন ও মধ্যম পর্যায়ের ১৫টি রক্ষাগোলা সংগঠনের ৩০জন নেতৃবৃন্দের অংশগ্রহণে

এ প্রশিক্ষণে আলোচ্য সূচি ছিল ভূমির ধরণ ও সমস্যা জানা, ভূমি সংস্কার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার ও ভমির আইন ভূমি সংস্কার, খাস জমি বন্দোবস্ত নীতিমালা, আইনী সহায়তা, নিজস্ব ভূমির ব্যবস্থাপনা ও মামলা, উত্তারাধিকার আইন ও রীতি-নীতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্পত্তি হস্তান্তর ও রেজিষ্ট্রেশন আইন, ভূমির সঠিক নথিপত্র সংরক্ষণ. সমস্যা অনুযায়ী সরকারী পরিসেবা/সেবাদানকারী প্রতিষ্ঠানে যোগাযোগ, আইনী পরামর্শ ও সিসিবিভিও-এর ভূমিকা) ভূমি দখল দ্বন্দ্ব, দখল, হামলা হলে কোথায় যাবে ও করণীয়, তথ্য প্রবাহ, ভ‚মির সমস্যা সমাধানে সাংগঠনিক চর্চা ও উদ্যোগ, রক্ষাগোলা সংগঠনের ভূমি সমস্যা সমাধানে পরিকল্পনা।
প্রশিক্ষণ পরিচালনা ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, সহযোগিতা করেন মাঠ কর্মকর্তা পৌল টুডু, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী, সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া এবং সার্বিক সহযোগিতা করেন সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত।

মোঃ হায়দার আল
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *