January 15, 2025, 11:09 am
মোংলা প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আ’ লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ হাসিনা বিহীন আমরা ভালো থাকতে পারবো না। তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সে জন্য বিদেশিরা ঘোরাফেরা করছে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার কোন বিকল্প নাই জানিয়ে তাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে স্মার্ট বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি। এছাড়া আগামী বছরের জানুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, মোংলা-রামপালে যিনি নৌকা পাবেন তার পক্ষে কাজ করার আহবান জানান সাবেক এই সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মোংলায় শনিবার (১৯ আগষ্ট) বিকেলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার চাঁদপাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। কেসিসি মেয়র এসময় আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। জিয়াউর রহমান সেই বঙ্গবন্ধু হত্যাকারীদের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এরপর ক্ষমতার পালা বদলে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া ইতিহাসের ন্যাক্কারজনক ওই হত্যাকাণ্ডের বিচার করেনি। ২১ বছর পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেন। এখনও এই হত্যাকাণ্ডে পলাতক পাঁচ খুনি বিদেশে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তিনি। গোটা দেশসহ মোংলা বন্দরের উন্নয়ন শেখ হাসিনাই করেছেন উল্লেখ করে তালুকদার আব্দুল খালেক বলেন, মোংলা ইপিজেডসহ ২৩টি শিল্প প্রতিষ্ঠান করেছেন তিনি। অথচ বিগত বিএনপি সরকার এ বন্দরকে ধ্বংস করেছিলো।
উপজেলার চাঁদপাই ইউনিয়ন আ’ লীগের সভাপতি ও চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র ও আ’ লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপাল কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মো, জাহাঙ্গীর হাওলাদার, যুবলীগ নেতা আহাদুজ্জামান খাঁন, সবুজ হালাদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মতিয়ার রহমান মোড়ল, সংরক্ষিত ইউপি সদস্য রাবেয়া বেগম,
ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম শেখ, চাঁনমিয়া হাওলাদার, মো. ইমরান শেখ, মিঠুন হাওলাদার, ফারুক শেখ সহ সভায় আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।