January 15, 2025, 2:04 pm
এম এ আলিম রিপন ঃ সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে সুজানগরের জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, অভিযানকালে এ সময় গ্রেফতারকৃত জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে ৪টি ককটেল ও ২৫টি বাঁশের লাঠি ও ইটের টুকরা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা জামায়াত ইসলামী কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়ালিউল্লাহ বিশ্বাস। সে পৌরসভার ভবানীপুর এলাকার মৃত জলিল বিশ্বাসের ছেলে। উপজেলা জামায়াত ইসলামীর রোকন সাইদুর রহমান, সে পৌরসভার মানিকদীর গ্রামের মৃত তোয়াজ উদ্দিনের ছেলে। উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো.কামরুজ্জামান, সে উপজেলার ভায়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামের মো.সোবাহানের ছেলে। উপজেলা জামায়াতের কর্মী আব্দুল্লাহ আল মামুন, সে পৌরসভার ভবানীপুর প্রফেসারপাড়া এলাকার বাসিন্দা ও আজাদ লাইব্রেরীর কর্ণধার মাওলানা আবুল কালামের ছেলে এবং উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন জামায়াতের রোকন জিল্লুর রহমান বাদশা, সে ওই ইউনিয়নের নওয়াগ্রামের নুরুল ইসলামের ছেলে। তবে নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছেন গ্রেফতারকৃতরা। সুজানগর থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার মানিকদীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে সরকার বিরাধেী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) মো. জিন্নাত সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াত-শিবিরের ওই ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে।এ ব্যাপারে থানায় একটি মামলা হওয়ায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় ওসি জালাল উদ্দিন আরও জানান, এ ধরণের ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে আমরা সবাইকে আইনের আওতায় আনব।
এম এ আলিমরিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি