January 15, 2025, 8:04 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন মৎস্য অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলার হলিদাগাছি আবাসন প্রকল্পের পুকুরে মৎস্য পোন অবমুক্ত করেন।
চারঘাট উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা হলিদাগাছি আবাসন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, উপজেলা ৭টি জলাশয়ে ২৯৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।