রাজশাহীর গোদাগাড়ীতে মধ্যম রক্ষাগোলা সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিসিবিভিও কাঁকনহাট শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ আগষ্ট, সোমবার সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ১০টি মধ্যম পর্যায়ের রক্ষাগোলা সংগঠনের ০৯ জন নারী ও ০৯ জন পুরুষ সর্বমোট ১৮জন নেতৃবৃন্দের অংশগ্রহণে অনু্ষ্ঠিত এ প্রশিক্ষনে পাহাড়িয়া বাইসির সভাপতি রঘুনাথ পাহাড়িয়ার সভাপতিত্বে সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীর সঞ্চালনায়
বক্তব্য রাখেন, সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, মাঠ কর্মকর্তা পৌল টুডু এবং সভায় সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক রঞ্জিত সাওরিয়া।

বিষয় রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের গণতান্ত্রিক চর্চা, আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ও প্রতিবেশবান্ধব উন্নয়নের জন্য দৈনন্দিন জীবনে চর্চা, গ্রাজুয়েশন প্রক্রিয়ার সূচকসমূহ, আত্মনির্ভরশীল সংগঠন পরিচালনা, সংগঠন শক্তিশালীকরণ ও সঞ্চয়, লেনদেন, সামাজিক পুঁজির ব্যবহার ও যৌথ উদ্যোগ।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *