January 15, 2025, 6:43 am
রাজশাহী থেকে মোঃ হায়দার আলী।।
দক্ষিণ কোরিয়ায় সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম এ অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ শেষে রাজশাহী জেলা শিক্ষা অফিসে যোগদান করেছেন দেশ সেরা জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন।
তিনি অফিসে যোগদান করেই কাজের গতি বৃদ্ধির জন্য নতুন কারিকুলাম বাস্তবায়ন, পারফরম্যান্স বেজড গ্ৰ্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) প্রতিবেদন প্রেরণ, গ্ৰীষ্মকালীন খেলাধুলার প্রস্তুতি বিষয়ে জেলা, উপজেলার, মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিয়ে জুম সমন্বয় সভা করেন।
১৬ আগষ্ট, বুধবার জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে জুম সমন্বয় সভায় সকল মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন।
রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন বলেন, নতুন কারিকুলাম উপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকদের
প্রশিক্ষণ সফলভাবে দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রধানগণ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ইন হাউস প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। ৬ষ্ঠ ও ৭ম. শ্রেনির সকল শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সমাবেশ করেছেন। নতুন বই ও শিক্ষকদের জন্য টিজি প্রদান করা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ বই ও টিজি নিয়ে পাঠদান করাচ্ছেন কি না এবং পদ্ধতিতে মূল্যায়ন করা হচ্ছে কি না তার মাঠ পর্যায়ের শিক্ষাকর্মকর্তাদের নির্দেশনা দেন। নতুন কারিকুলামের বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মনিটারিং জোরদার করা এবং সরকারি নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে ৪ টা ১০ মিনিট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান চালাতে হবে। তা না হলে আইনগতভাবে ব্যবস্থা নেয়ার কথা বলেন, এশিক্ষা কর্মকতা। পড়া লিখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার বিশেষ প্রয়োজন। খেলাধুলা শিক্ষার্থীদের খারাপ কাজ থেকে দূরে রাখে, দৈহিক গঠন স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, মন ভাল থাকে, মানষিক বিকাশ ঘটে। তাই গ্রীষ্মকালীন খেলার ব্যপারে বিশেষ গুরুত্ব দিতে হবে। সঠিকভাবে নির্দিষ্ট সময়ে খেলাগুলি শেষ করার পরামার্শ দেন তিনি। শিক্ষা কর্মকর্তাদের বিভন্ন প্রশ্নের উত্তর দেন জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।