রাঙ্গাবালীতে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন

রফিকুল ইসলাম ঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। ১৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসারা আফিস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ. রাজ্জাক প্যাদা ম্যানেজিং কমিটি সিঃ দাঃ মাদ্রাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাখাওত গাজী, সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন, সহকারী মাওলানা মোঃ নুরুল ইসলাম, মোঃ মজিবুর রহমান শরীফ প্রমুখ। শোক সভার সঞ্চালনা করেন মোঃ মতিউর রহমান (চুন্নু) শিক্ষক চরমোন্তাজ সিঃ দাঃ মাদ্রাসা। সভায়, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি জামাতের দোষরা আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঢেলে দিচ্ছে। নীল নকশার মাধ্যমে রাস্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে চায়। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জনগনের ভোটে আবারও ক্ষমতায় আসবে। এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষ বিএনপি জামাতকে বয়কট করেছে। দেশের মানুষের কাছে তাদের গ্রহনযোগ্যতা নেই। তাই তারা বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে দলীয় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *