January 15, 2025, 8:42 am
ময়মনসিংহ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট তারাকান্দা উপজেলার ২১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও’র উদ্যোগে সহস্রাধিক বৃক্ষ রোপনসহ
নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট সকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত । এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশ গ্রহন করেন।
জাতীয় শোক দিবসে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর ব্যাতিক্রমী উদ্যোগ হিসাবে জাতির পিতা ও তার শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের নিমিত্তে উপজেলার ১৪১ টি প্রাথমিক বিদ্যালয়ে, ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২২টি মাদ্রাসা,৮টি কলেজে নুন্যতম ৩টি গাছ লাগানোর কমর্সুচী গ্রহণ করে উপজেলা প্রশাসন। গাজিয়াপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন- জাতির পিতার আজন্ম স্বপ্ন ছিলো সুজলা,সুফলা,শস্য শ্যামলা সোনার বাংলা গড়া। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার পরিবারের সকল শহীদদের জন্য সদগায়ে জারিয়া নিশ্চিত করণের নিমিত্তে গাছগুলো লাগানো হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার,প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা জানান- তাদের চাকরী জীবনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর এমন উদ্যোগ তারা আর দেখেননি। তারা ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপজেলা আ.লীগের সভাপতি প্রদীপ চক্রবর্ত্তী রনু ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।