January 15, 2025, 6:07 am
মোঃজুনায়েদ খান সিয়াম,
উজিরপুর উপজেলা প্রতিনিধি
পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান,ও শোক র্যালীর মধ্য দিয়ে বরিশালের উজিরপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
আজ ১৫ আগস্ট মঙ্গলবার উজিরপুর উপজেলা প্রশাসন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ, সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও উজিরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে নানান কর্মসূচী পালিত হয়।
সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলায় আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সহ স্কুলগুলোতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এর আগে সকাল ৯ টায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক র্যালী হয়,এবং বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে শুরু হয় আলোচনা সভা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এস এম জামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারীর সঞ্চালনায়, আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আনিসুর রহমান,সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ও বরিশাল ১ ও ২ আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২(,উজিরপুর-বানারীপাড়া) আসনের সাংসদ মোঃ শাহে আলম, সংরক্ষিত নারী আসনের এমপি এ্যডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান খান,
বরিশাল ২ আসনের সাবেক সাংসদ মোঃ মনিরুল ইসলাম মনি,বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য মোঃ ফাইয়াজুল হক রাজু,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবাল
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা,ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,স্বাধীনতা বিরোধীরা আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঢেলে দিচ্ছে। নীল নকশার মাধ্যমে রাস্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে চায়। তাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ জনগনের ভোটে আবারও ক্ষমতায় আসবে। এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল মানুষ তাদেরকে বয়কট করেছে। দেশের মানুষের কাছে তাদের গ্রহনযোগ্যতা নেই। তাই তারা বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে দলীয় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং তাবারক বিতরন করা হয়।