January 23, 2025, 9:55 am
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল এর উদ্যোগে যথাযথ মর্যাদায় ১৫’আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু মুড়লে বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও শোক র্যালী আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৫’আগস্ট সকাল বেলা বাউফল উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুড়লে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শহরে শোক র্যালি করেন নেতাকর্মীরূ।পরে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল মরহুমের রুহের মাগফেরাত ও বেহেশত নসিব কামনায় দোয়া মোনাজাত করা করা হয়েছে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের দরবারে দেশবাসীর নিকট দোয়া কামনা করেন পৌর মেয়র জুয়েল। পরে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে খাবার বিতরন করা হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসে বাউফলের মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, আজ বাঙালি জাতির স্মরনীয় দিন ৭৫’এর এইদিনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। আজকের স্বাধীনতা বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ।আজ স্বাধীন ভাষায় কথা বলছি এটাও যিনি এনে দিয়েছেন সেই জাতির জনক বঙ্গবন্ধু। আর সেই বঙ্গবন্ধুকে যারা হত্যা করলো তারা দেশের শত্রু বাঙলি জাতির শত্রু। আজ বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মত মাথা উচু করে দাড়িয়েছে বাংলাদেশ। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ সেটাও কেবল জননেত্রী শেখ হাসিনা সরকারের জন্য সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু নেই রয়েছে তার কন্যা রয়েছে বঙ্গবন্ধুর আদর্শ সেই আদর্শকে বুকে ধারন করে আওয়ামীলীগ সরকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও ক্ষমতায় আনতে হবে। যেন ৭৫’এর মতো কোন ষড়যন্ত্রকরী ক্ষমতায় না আসতে পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাবধানতার সঙ্গে দলের জন্য কাজ করতে হবে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে দেশরত্ন আওয়ামীলীগ সরকার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে বলে সকলের প্রতি আহবান জানান।এসময় উপস্থিত উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ বক্তব্য রাখেন।