January 15, 2025, 4:46 am
(রিপন ওঝা,মহালছড়ি)
গ্রামীণ ব্যাংকে অফিসের সকল কর্মকর্তা ও ক্ষুদ্রঋণ গ্রহীতা সদস্যদের নিয়ে চারা বিতরণের সময়ে সংক্ষিপ্ত আকারে
৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং মহালছড়িতে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন, কেন্দ্র ব্যবস্থাপক ও সদস্যগণের উপস্থিতিতে ক্ষুদ্রঋণের সকল কেন্দ্রে ফলদ ও বনজ চারা বিতরণসহ রোপন করা হয়েছে।
গ্রামীণ ব্যাংক চলতি বছরে দারিদ্র্য বিমোচনে এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৪৭ কোটি টাকা জামানত বিহীন ঋণ বিতরণ করেছে।
উল্লেখ্যে যে, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক প্রথমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাংকটির পক্ষ থেকে ২৭ কোটি ৪৩ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।
মহালছড়িতে সরকারি ও বেসরকারি ভবনে, শিক্ষা প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ-নমিতভাবে উত্তোলন করা হয়।।