January 15, 2025, 12:54 pm
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ঃ পুঠিয়ায় ছাত্রীকে অনৈতিকপ্রস্তাব দেওয়ায় সারোয়ার জানা হান মানিক নামের এক শিক্ষককে আটকক রেছে বেলপুকুর থানা পুলিশ। আটক শিক্ষক মানিক উপ জেলার বেলপুকুর ধাদাশ উচ্চ বিদ্যালয়ের ইংরে জির সহকারী শিক্ষক।
এলাকাবাসী সুত্রেজানাগেছে, সারোয়ার জাহান মানিক ইংরেজির সহকারি শিক্ষক হওয়ায় বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়ের একটিকক্ষে এসময় তার চিৎ কারে আশেপাশে এলাকাবাসী ছুটে এসে মানি ককে একটি কক্ষে আটকে রাখে। এ খবর ছাড়িয়ে পড়লে আশেপাশের এলাকাবাসী ও অভিবা করা শিক্ষক মা নিকে শাস্তির দাবিতে বিদ্যালয়ের মা ঠে জড়ো হয়। পরে বেলপুকুর থানায় খবর দেওয়া হলে বেলপকুর থানা পুলিশ মানিককে আটক করে থানায় নিয়ে যায়।
ঐই দিন রাতেভুক্তভোগি ছাত্রীর ভাই বাদি হয়ে বেলপুকুর থানায় একটি অভিযো গদায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বেলপকুর থানার অফিসার ইনচার্জএস এম মাসুদ পারভেজ জানান, ভুক্তভো গির ভাইয়ের অভিযোগটি মামলাহিসেবে গ্রহন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ কর্মকর্তা জানান। #
মাজেদুর রহমান( মাজদার)
পুঠিয়া রাজশাহী।