January 15, 2025, 8:36 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন আসামি গ্রেফতার।
মাদক মামলায় দুই জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৪ আগস্ট) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- নড়াইল সদর থানার সীমাখালি গ্রামের আবদার হোসেন সরদারের ছেলে ফরহাদ সরদার। তাকে বিজ্ঞ আদালত মাদক মামলায় দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। অপর আসামি পেড়লী গ্রামের গোলাম মোস্তফা ফকিরের ছেলে কালাম ফকির। তাকে বিজ্ঞ আদালত মাদক মামলায় দোষী সাব্যস্ত করে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শাহ আলম ও এএসআই (নিঃ) চয়ন কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।