January 15, 2025, 4:37 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের সদর থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদক মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ অপহরণ মামলার ০৩ জন আসামী গ্রেফতার করেন সদর থানার পুলিশ।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, এর নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষা এবং মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে লালমনিরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর ২৪/১৫ (শিবঃ) সংক্রান্তে মাদক মামলার ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার কে করেন। আসামী হলেন মোঃ রাশেদুল ইসলাম, পিতা- মোঃ জমির উদ্দিন, সাং- দুরাকুটি, থানা ও জেলা- লালমনিরহাট। অপর অভিযানে অপহরন মামলার ০৩ জন আসামীকে গ্রেফতার করেন লালমনিরহাট সদর থানার পুলিশ।
এছাড়াও অভিযানে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২,০০০/- টাকা জরিমানা সহ ০৩ দিনের কারাদন্ড প্রদান করেন।
আসামী মোঃ শাহীন (২৮), পিতা- মৃত আব্দুল হামিদ, সাং শাহজাহান কলোনী, থানা ও জেলা- লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
লালমনিরহাটের সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের কে গ্রেফতার করেন সদর থানার পুলিশ।
হাসমত উল্লাহ।