উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেনের ইন্তেকাল

মোঃ জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর উপজেলা প্রতিনিধি।

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন পরিষদের সাবেক স্বনামধন্য ইউপি চেয়ারম্যান ডাঃ মোঃ দেলোয়ার হোসেন গতকাল ১২ আগষ্ট শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ১৩ আগষ্ট রবিবার বাদ যোহর গুঠিয়ায় তার জানাযা ও দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি পরিবারের লোকজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে পরিবারসহ পুড়ো উজিরপুর জুড়ে শোকের মাতম বইছে।

এদিকে নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম,সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, উদ্দিন,গুঠিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আওরঙ্গজেব হাওলাদার। এছাড়াও শোক প্রকাশ করেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *