December 30, 2024, 5:46 pm
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার চৌকস পুলিশের অভিযানে ১২বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন এর নির্দেশনা মোতাবেক ভুরুঙ্গামারী উপজেলা কে মাদক ও বিভিন্ন অপরাধ রোধে অব্যাহত অভিযান চলমান রেখেছেন।
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি এলাকা থেকে কাচাকাটা ধানাধীন পূর্ব কেদার এলাকার মাদক কারবারি আল আমিন (২৯) ও বানুরকুটি সঠিবাড়ী এলাকার আল আমিন (১৯) কে ১২বোতল অফিসার চয়েস মদসহ গ্রেফতার করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনা মতে ভুরুঙ্গামারী থানাকে মাদক ও অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে সাথে যেই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর ভুরুঙ্গামারী থানা পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করেছে। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।