January 15, 2025, 1:37 pm
(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়িতে গ্রামীণ ব্যাংকের শাখার সদস্যদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর অংশ হিসেবে রবিবার দুপুরে গ্রামীণ ব্যাংক রাঙ্গামাটি জোনের আওতাধীন খাগড়াছড়ি জেলার মহালছড়ি শাখার সদস্যদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা করা হয়।
৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় চলতি বছরে গ্রামীণ ব্যাংকের গাছের চারা লাগানোর অংশ হিসেবে চারা বিতরণের সময়ে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জালাল উদ্দীন, সেকেন্ড ব্যবস্থাপক ধর্মপ্রিয় চাকমা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত যে, গ্রামীণ ব্যাংক চলতি বছরে দারিদ্র্য বিমোচনে এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৪৭ কোটি টাকা জামানত বিহীন ঋণ বিতরণ করেছে।