উজিরপুরে সাকুরা পরিবহন ও ইজিবাইক সংঘর্ষ, ইজিবাইক ড্রাইভার নিহত

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর উপজেলা প্রতিনিধিঃ
ঢাকা- বরিশাল মহাসড়কের উজিরপুর থানাধীন নতুন শিকারপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের সাথে অটোরিক্সা সংঘর্ষে অটো চালক নিহত হয়েছে। স্থানীয় ও উজিরপুর ও গৌরনদী থানা র সূত্রে জানা যায় ১২ই আগস্ট দুপুর ২ টা ২০ মিনিটে বরিশাল গামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে থাকা অটো রিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে অটো চালক নাসির উদ্দিন সরদার (২৫)কে গুরুতর জখম অবস্থায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত এলাকার দুই ধারে কয়েক কিলোমিটার ধরে যানজট সৃষ্টি হয়। পরে গৌরনদী হাইওয়ে পুলিশের সার্জেন সুমন ও উজিরপুর মডেল থানার এসআই ইউসুফ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করেন। স্থানীয়রা জানান,ঢাকা-বরিশাল মহাসড়কের আতঙ্কের নাম সাকুরা পরিবহন, এ মহাসড়কে সাকুরা পরিবহনের দুর্ঘটনার সর্বোচ্চ রেকর্ড রয়েছে। স্থানীয়রা আরো যানান সরু রাস্তা ও দ্রুত গতির কারনে প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *