স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নির্মিত ব্রেস্ট ফিডিং কর্ণার ভেঙ্গে ফেলার প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে অস্থায়ী নিন্দাস্তম্ভ নির্মাণ ও নিন্দা সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার।
আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে নির্মিত জ্ঞানের আলো পাঠাগার চত্ত্বরে এ অস্থায়ী নিন্দাস্তম্ভ নির্মাণ করে নিন্দা জ্ঞাপন করেন। গত বছর আন্তর্জাতিক নারী দিবসে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি ব্রেস্ট ফিডিং কর্ণার নির্মাণ করা হয়। কিন্তু ব্রেস্ট ফিডিং কর্ণারটি ভেঙ্গে ফেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত।
এরপর জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত নিন্দা সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, সদস্য নাজমুল দাড়িয়া, অপু মুন্সী, শেখ সজিব বক্তব্য রাখেন।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, গত বছর আন্তর্জাতিক নারী দিবসের দিনে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একটি ব্রেস্ট ফিডিং কর্ণার নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি আমাদেরকে না জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত ওই ব্রেস্ট ফিডিং কর্ণারটি ভেঙ্গে ফেলেছেন। তিনি একজন নারী হয়ে যে কাজটি করেছেন তাহা অত্যন্ত নিন্দনীয়। তাই আমরা তার এই নিন্দনীয় কাজের প্রতিবাদ স্বরুপ আমাদের পাঠাগারের সামনে একটি অস্থানীয় নিন্দাস্তম্ভ নির্মাণ করেছি। আমরা ডা. নন্দা সেন গুপ্তের এই কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। #
Leave a Reply