January 15, 2025, 11:56 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা জেলার সুজানগরে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চুরির এ ঘটনায় বৃহস্পতিবার সুজানগর থানায় একটি জিডি হয়েছে। উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামে আব্দুস সবুর রাজার বাড়িতে গত বুধবার রাতে দুর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে। জানাযায়, ওই বাড়ির মালিক পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন। মাঝের মধ্যে পৈত্রিক ওই নিজ বাড়ি মালফিয়াতে পরিবারসহ বেড়াতে আসেন। বাড়িটি একজন নারী কাজের মানুষ দেখাশুনা করেন।এমতাবস্থায় গত বুধবার রাতে একটি সঙ্ঘবদ্ধ চোরের দল ওই বাড়িতে প্রবেশ করে রুম থেকে এসি, ফ্রিজ,পানির পাম্পসহ প্রয়োজনীয় বিভিন্ন দামি জিনিসপত্র নিয়ে যায়। বাড়ির মালিক আব্দুস সবুর রাজা জানান, পূর্বপরিকল্পিতভাবে সঙ্ঘবদ্ধ চোরের দল এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে আমার মনে হচ্ছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, চুরির এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবেই চুরির এ ঘটনাটি ঘটনানো হয়েছে। ওই পরিবারের সাথে কারো পূর্ববিরোধ রয়েছে কিনা অথবা অন্য কোন বিষয় রয়েছে কিনা সকল বিষয় বিবেচনায় নিয়েই পুলিশ কাজ করছে। তবে অতিদ্রুতই এ ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওসি জালাল উদ্দিন। ব্যতিক্রমধর্মী এ চুরির ঘটনায় স্থানীয় মালফিয়া গ্রামের শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি তার ফেসবুকে লিখেছেন সারা জীবন শুনে এসেছি মানুষের বাড়ি থেকে চুরি হয় স্বর্ণালংকার,নগদ টাকা, ধান,কাঁসা,পিতলের জিনিসপত্র কিন্তু এভাবে বাড়ি থেকে এসি, ফ্রিজ, কম্বল,বালিশ নিয়ে যেতে এই প্রথম দেখলাম। রসিকতা করে তিনি আরো লেখেন ওই সকল দামি জিনিসপত্র চোরেরা বাড়ি নিয়ে গেলে কোন চোর সবচেয়ে দামি চুরি করা জিনিসটা নিবেন এই ভাগবাটোয়ারা করা নিয়ে চোরের স্ত্রীদের মধ্যে লাগবে ঝগড়া। চোরের মনে হয় গরম বেশি লাগে সেই জন্য এসিটাও নিয়ে গেছে। এ সকল জিনিসগুলো চোরেরা কি ঘরে তালা দিয়ে রাখতে পারবে। চোরের কঠিন শাস্তি দিও আল্লাহ। এদিকে দুর্ধর্ষ চুরির এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা এ চুরির রহস্য উদঘাটনসহ মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।